ওয়ার্ল্ড ইনসাইড

১৫ বছরে পিএইচডি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

অল্প বয়সে ডক্তরেট ডিগ্রি পিএইচডি অর্জন করার কথা আমরা অনেক শুনেছি। তবে মাধ্যমিক স্তর পার করার বয়সেই পিএইচডি! বিষয়টি অবাক করার মতো নয়কি! তবে অবিশ্বাস্য হলেও ঘটনাটি কিন্তু সত্য।

মাত্র ১৫ বছর বয়সে পিএইচডি অর্জন করছে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ভারতীয় এক কিশোর। এই বিষ্ময় বালকের নাম তানিস্ক আব্রাহাম। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করে ফেলেছে এ মেধাবী কিশোর। মাত্র সাত বছর বয়সে কলেজে ভর্তি হয় সে।

স্নাতক পাশ করার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েই গবেষণার সুযোগ পেয়েছে তানিস্ক। দুরারোগ্য ব্যধি ক্যানসারের জিন নিয়ে গবেষণা শুরু করছে সে। আগামী চার পাঁচ বছরের মধ্যেই নিতে চলেছে সম্মানজনক এমডি ডিগ্রিও।

এখানেই শেষ নয়, এই কিশোর পোঁড়া রোগীদের জন্য এমন এক যন্ত্র আবিষ্কার করেছে,ন যার মাধ্যমে পোঁড়া রোগীকে স্পর্শ না করেই তাঁর হৃদযন্ত্রের স্পন্দন পাওয়া সম্ভব।

এদিকে ছেলের ধারাবাহিক সাফল্যে গর্বিত তানিস্কের বাবা-মা। সন্তানের সাফল্যে ও সব ধরনের সহযোগিতায় ছেলের পাশেই রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭