ওয়ার্ল্ড ইনসাইড

স্বাধীনতা দিবসের আগেই শপথ নিচ্ছেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2018


Thumbnail

স্বাধীনতা দিবসের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে পিটিআই নেতা ইমরান খানের। ১৪ ই আগস্ট দেশটির স্বাধীনতা দিবস। এরই মধ্যে নির্বাচনে জয়ী দলটি সরকার গঠনের জন্য জোট গঠনের প্রস্ততি নিচ্ছে। গত শনিবার এক পিটিআই নেতা গণমাধ্যমকে এ তথ্য দেন।

এদিকে গত শনিবার চূড়ান্ত ফল ঘোষণায় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ সর্বোচ্চ ১১৫ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্য দলগুলোর মধ্যে পাকিস্তান মুসলিম লীগ পেয়েছে ৬৪টি আসন ও পিপলস পার্টি পেয়েছে ৪৩টি আসন।

সরকার গঠন করতে এখনো প্রয়োজন ২২ টি আসন। তবে নতুন সরকার গঠনে বৃহৎ দু’দলের সঙ্গে জোঁট বাঁধা হবে না, সে ঘোষণা আগে থেকেই দিয়েছিলেন ইমরান। এছাড়া অন্য দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আনুষ্ঠানিক কোন আলোচনার খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি।

তবে খুব শিগগিরই দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে সেই আলোচনায়ই চলছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭