ওয়ার্ল্ড ইনসাইড

জিম্বাবুয়েতে ঐতিহাসিক নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

জিম্বাবুয়েতে ঐতিহাসিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দেশটির প্রায় চার দশকের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট ও জানু-পিএফ পার্টির প্রধান এমারসন নানগাগবা এবং এমডি অ্যালায়েন্সের চামিসার মধ্যে।

এক কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ জিম্বাবুয়েতে বৈধ ভোটারের সংখ্যা প্রায় ৫০ লক্ষ। এরমধ্যে ৬০ শতাংশ ভোটারের বয়স ৪০ এর নিচে। এই তরুণ ভোটাররাই এবারের নির্বাচনের ফলাফলে মূল ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত বছর নভেম্বরে সেনা অভ্যুথানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭