ইনসাইড বাংলাদেশ

এতিমখানা দুর্নীতি মামলা: সময় পুনর্বিবেচনার বিষয়ে আদেশ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

জিয়া এতিমখানা মামলা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে হাইকোর্টের এমন আদেশ পুনর্বিবেচনার বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবে আদালত।

এর আগে গত ১২ জুলাই জিয়া এতিমখানা মামলা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে হাইকোর্টের এমন আদেশের বিরুদ্ধে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।

ওই আদেশের ফলে ৩১ জুলাইয়ের মধ্যেই বেগম জিয়ার ভাগ্য নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছিলো। তাঁর দণ্ড বহাল থাকলে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি বিএনপির চেয়ারপারসন পদেও তিনি আর থাকতে পারবেন না। আর দণ্ড যদি বহাল না থাকে তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরানো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে গত ছয় মাস ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। একই মামলায় বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭