ইনসাইড পলিটিক্স

বিএনপি যা চেয়েছিল হলো, কিন্তু নোংরাভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির নির্বাচন। বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনে অক্ষম, এমনটা প্রমাণ করতেই তিন সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি এমন আলোচনা অনেক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল। বিএনপি যা প্রমাণ করতে চেয়েছে তা অনেকটাই আজকের সিটি নির্বাচনে প্রমাণ করতে পেরেছে তাঁরা। কিন্তু বিএনপির মনের ইচ্ছা পূরণ হলো খুবই নোংরাভাবে।

আজ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিন সিটি থেকেই ভোট কারচুপি, জাল ভোট, কেন্দ্র দখলের মতো অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো যে কোনো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করতে যে বিএনপি নিজেই অগ্রণী ভূমিকা রেখেছে তা সামনে চলে আসায় বিষয়টি কদর্য রূপ ধারণ করেছে।

ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র ঘন্টা চারেক পরই এক সংবাদ সম্মেলন করে বরিশাল সিটি নির্বাচন বর্জন করার ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের প্রতি ভোট কারচুপি, জালভোট ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। অথচ সকালে বাড়ির পাশে নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করা সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জানান নিজের ভোটার নাম্বার জানেন না তিনি। এরপর সেই কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি ভোট না দিয়েই বেরিয়ে যান। তারপর এক সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেন সরোয়ার। সরোয়ারের সঙ্গে সঙ্গে আরও তিনটি দলও বরিশাল সিটি নির্বাচন বর্জন করেছে। তিন দলসহ নির্বাচন বর্জনই বরিশাল সিটি নির্বাচন থেকে বিএনপির সবচেয়ে বড় অর্জন।

রাজশাহী সিটি নির্বাচনে নগরীর একটি ভোটকেন্দ্রে নারী নিরাপত্তা কর্মীকে লাঞ্ছিত করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ সোমবার সকালে বিএনপির পক্ষে এক নারীকে জাল ভোট দিতে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মোসাদ্দেক হোসেন বুলুবুল ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত এক নারী আনসার কর্মীর সঙ্গে চেঁচামেচি করছেন ও দুর্ব্যবহার করছেন। ‘বি কেয়ারফুল’ বলেও ওই নারীকে হুমকি দেন তিনি। এক নারীকে বারবার ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দিলে এমন রুদ্রমূর্তিতে অবতীর্ণ হন বুলবুল। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এছাড়া ভোটও দেননি মোসাদ্দেক হোসেন বুলবুল। সরকারের মুখোশ উন্মোচন করার জন্য তিনি ইসলামীয়া ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নেন। ওই কেন্দ্রে মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে এমন অভিযোগ তুলে কেন্দ্রের সামনে অবস্থান নেন তিনি। ব্যালটের হিসাব না পেলে সেখান থেকে যাবেন না বলেও তিনি জানিয়েছিলেন গণমাধ্যমকর্মীদের। যদিও পরর্তীতে ভোটকেন্দ্র ত্যাগ করেন তিনি। এমন সব নাটকীয় কর্মকাণ্ডই দিনব্যাপী করেছেন রাজশাহী সিটিতে বিএনপির এই প্রার্থী।

আবার সিলেটে দেখা গেছে, নৌকা, নৌকা স্লোগান দিয়ে কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মেরেছে একদল যুবক। নগরীর কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নগরীর ১৮নং ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়েছে।

আর এই তিন সিটির বিএনপির মেয়র প্রার্থীই নিজেদের সংবাদ সম্মেলনে বারবার বলেছে, সরকারের মুখোশ উন্মোচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে সরকার। এতে এক ধরনের আত্মশ্লাঘাই বোধহয় বোধ করেছেন তাঁরা।

এসব ঘটনা বিশ্লেষণ করে বলা যায়, সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ এমনটা আংশিক ভাবে প্রমাণ করতে সক্ষম হলেও এই ব্যর্থতা সৃষ্টিতে নিজেদের নেতাকর্মীদের ‘অবদানের’ কথা প্রকাশ্যে চলে আসায় সরকারকে বিব্রত করার স্বপ্ন পুরোপুরি পূরণ হয়নি বিএনপির। আসন্ন জাতীয় নির্বাচনে তাঁদের এই কর্মকাণ্ড বিএনপির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বাংলা ইনসাইডার/এসএইচটি 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭