ইনসাইড বাংলাদেশ

রাজশাহীতে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

রাজশাহী সিটি করপোরেশনের ৬৩ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন ৭০,৭৩৭ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৩২,৩৬৯ ভোট। ফলাফলে নৌকা মার্কার পার্থী ৩৮,৩৬৮ ভোটে এগিয়ে রয়েছেন।

আজ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।

রাজশাহীতে বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট কারচুপির কথা আগে থেকেই বলে আসছিল। তবে ভোট কারচুপি হলে কিভাবে দ্বিগুণ ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন এগিয়ে রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছে, ভোট কারচুপি করে কেউ এত ভোটে এগিয়ে থাকতে পারে না।

রাজশাহী সিটিতে এবার মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। মোট ভোটকেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। রাজশাহী সিটিতে মেয়র পদে ৫ জন লড়ছেন।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭