ইনসাইড বাংলাদেশ

‘দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

রাজশাহীর নতুন নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিজয়ী করে মানুষ যে দায়িত্ব দিয়েছে তা পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।’

রাজশাহী সিটি নির্বাচনে বেসরকারি ভাবে ১৩৮টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১,৬৬,৩৯৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮,৪৯২ ভোট। নৌকা মার্কার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ৮৭,৯০২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

আজ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ।

রাজশাহী সিটিতে এবার মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। মোট ভোটকেন্দ্র ১৩৮টি ও ভোট কক্ষ ১ হাজার ২৬টি। রাজশাহী সিটিতে মেয়র পদে ৫ জন লড়েছেন।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭