ইনসাইড বাংলাদেশ

‘সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তিন সিটি নির্বাচনে কমিশন সন্তুষ্ট। ভোট দেয়া ও নির্বাচন বর্জন প্রার্থীর ব্যক্তিগত বিষয়।’ 

আজ সন্ধ্যায় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, বরিশালে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ‘বরিশালে একটি কেন্দ্র বাতিল ও ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় তিনি আরও জানান, ‘রাজশাহীতে সিটি নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, ১৩৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। সিলেটে দুইটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’

উলেখ্য, আজ সকাল ৮ টায় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত।   

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭