ইনসাইড বাংলাদেশ

বরিশালের নতুন মেয়র সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। এ পর্যন্ত ১২৩ টি কেন্দ্রের মধ্যে ৯৯ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ৯৫৪৪০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোঃ মজিবর রহমান সরওয়ার পেয়েছেন মাত্র ১২৭৬৭ ভোট। ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সাদিক ৮২৬৭৩ ভোটে এগিয়ে রয়েছেন। 

উল্লেখ্য, বরিশাল সিটি নির্বাচনে ১৫ টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ভোটের ব্যবধান এত বেশি যে, নিশ্চিতভাবেই বলা যায় যে বরিশালের পরবর্তী মেয়র হচ্ছেন সাদিক আবদুল্লাহ।  

আজ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন।   

বরিশাল সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং মহিলা মোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি। এই সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭