ইনসাইড বাংলাদেশ

‘সবাইকে কথা বলতে দিলে আওয়ামী লীগের ক্ষতি হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2018


Thumbnail

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘জাতীয় নির্বাচনে সরকারকে আরও সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে। সরকারের উচিত সবাইকে কথা বলতে দেওয়া, এতে সরকারেরই ভাল। কথা বলতে দিলে আওয়ামী লীগের ক্ষতি হবে না।’

আজ সোমবার একটি বেসরকারি টেলিভিশন টকশোতে সিটি নির্বাচন নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এলাকায় থাকি না, সেখানকার কোনো পরিস্থিতি সম্পর্কে জানি না, উড়ে এসে জুড়ে বসলাম, আর নগরপিতা হয়ে গেলাম, বিষয়টা এমন না। কোনো সিটি নির্বাচনই উড়ে এস জুড়ে বসার মতো না কিংবা আমার বাবা-দাদার ক্ষমতা ছিলো বলে আমিও ক্ষমতায় এলাম এমনটাও না’।

সিটি নির্বাচন ভাল লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে কিছু নতুন বিষয় চোখে পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে জনমত জরিপ তুলে ধরেছেন তা ভালো লেগেছে। এছাড়া মনীষা চক্রবর্তীর নির্বাচনে দাড়ানো এবং তাকে অন্যদের সমর্থন জানানো। তিনি খুব ভাল ও শক্ত প্রতিন্দন্দ্বী।’

তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণ কম। সেদিক থেকে লক্ষ্য করলে এই নির্বাচনে সিলেটের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর স্থানীয় পর্যায় পর্যন্ত নেতা-কর্মী রয়েছে। প্রতিটা ওয়ার্ডে বিএনপির কমিটি রয়েছে, তাছাড়া আচরণের দিক থেকে তিনি একজন ভালো রাজনীতিবিদ।’

বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭