ইনসাইড বাংলাদেশ

সিলেটে কত ভোট পেল জামাত ও অন্যান্যরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী সর্বোচ্চ ৯০,৪৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এরপর ৮৫,৮৭০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান। আর এই সিটিতেই তৃতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি পেয়েছেন ১০,২৫৪ ভোট।

গতকাল সোমবার রাতে বেসরকারিভাবে পাওয়া ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

ফলাফলের তথ্যানুযায়ী, সিলেটে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মোয়াজ্জেম হোসেন খান পেয়েছেন ২,১৯৫ ভোট, সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফর পেয়েছেন ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন ২৯৯ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম আরিফুল হককে সমর্থন দিলেও ব্যালট পেপারে তাঁর নাম ও মার্কা থাকায় তিনি পেয়েছেন ৮৮২ ভোট।

সিলেট এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এই সিটিতে মেয়র পদে অংশগ্রহণ করেছেন মোট ৭ জন।


বাংলা ইনসাইডার/বিপি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭