ইনসাইড বাংলাদেশ

স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের দুটি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাউন্ড স্টেশন দুটির উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উদযাপন ও ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

দেশের মাটি থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে পুরোপুরি নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুরের তেলিপাড়ায় এবং বেতবুনিয়ায় এই দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে। গ্রাউন্ড স্টেশনগুলো নিজেদের মধ্যে সুরক্ষিত অপটিক্যাল ফাইবার দ্বারা সংযুক্ত থাকবে। দুটি গ্রাউন্ড স্টেশনের মধ্যে গাজীপুরে অবস্থিত স্টেশনটি প্রধান হিসেবে এবং বেতবুনিয়ার কেন্দ্রটিকে এর বিকল্প হিসেবে ব্যবহার করা হবে।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭