ইনসাইড বাংলাদেশ

বরিশালে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত অধিকাংশ প্রার্থীই বিজয়ী হয়েছেন। দুটি ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিসিসি’র নির্বাচনে বিজয়ী কাউন্সিলরা হলেন - বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ডে মরতুজা আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব মো. হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নম্বর ওয়ার্ডে কাফায়ের ইসলাম রনি, ৬ নম্বর ওয়ার্ডে খান মো. জামাল হোসাইন, ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন, ৮ নম্বর ওয়ার্ডে মো. সেলিম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে হারুন হাওলাদার, ১০ নম্বর ওয়ার্ডে এ টি এম শহিদুল্লাহ কবির, ১১ নম্বর ওয়ার্ডে মো. মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন ভুলু, ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মেহেদী পারভেজ আবির, ১৪ নম্বর ওয়াডের মো. তৌহিদুর রহমান ছাবিদ, ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন খান লাভলু, ১৬ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন খান বাদশা, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আকতারুজ্জামান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে মীর জাহিদুল কবির, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নং ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব, ২১ নম্বর ওয়ার্ডে সাইদ আহম্মেদ মান্না, ২২ নম্বর ওয়ার্ডে দুলাল মৃধা, ২৩ নং ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান শরিফ, ২৫ নম্বর ওয়ার্ডে এম সাইদুর রহমান জাকির, ২৬ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, ২৮ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ২৯ নং ওয়ার্ডে ফরিদ আহম্মেদ ও ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লা।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন লাবলু, ১৬ নম্বর ওয়ার্ডে মোশাররফ আলী খান বাদশা এবং ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নইমুল হোসেন লিটু নির্বাচিত হয়েছেন।

এবারের বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭