ওয়ার্ল্ড ইনসাইড

ইমরান খানকে মোদির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

পাকিস্তানে বিজয়ী তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার তাদের মধ্যে কথোপকথন হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে পিটিআই।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের জন্য মোদি অভিনন্দন জানিয়েছেন ইমরান খানকে। দুই দেশের নেতার মধ্যে পারস্পরিক শান্তি প্রতিষ্ঠা ও সম্পর্কের উন্নয়নের বিষয়ে কথা হয়েছে বলেও জানা যায়। এছাড়া ইমরান খানের সরকার পাকিস্তানে গণতন্ত্র নতুন ভাবে প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেন মোদি।

স্বাধীনতা দিবসের আগেই আগামী ১১ ই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে ইমরান খানের। নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও উন্নত হবে বলেই আশা প্রকাশ করছে কুটনীতিকরা।

এর আগেও পাকিস্তানের নির্বাচনে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানাতে ফোন করেন মোদি।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭