ইনসাইড বাংলাদেশ

আজকের অনুষ্ঠান: ৩১ জুলাই ২০১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের দুটি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাউন্ড স্টেশন দুটির উদ্বোধন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ লোকনাট্যদলের প্রযোজনায় ‘সোনাই মাধব’ নাটকটির মঞ্চায়ন হবে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হারুন রশীদ রচিত এই নাটকের মঞ্চায়ন হবে।

আলিয়ঁস ফ্রঁসেসে আজ শিল্পী হালিমুল ইসলাম খোকনের ‘অন্তর্নিহিত ভাবের প্রকাশ’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী হবে। প্রদর্শনীটি চলবে বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার ‘একুশতম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪ ও ৫ নং গ্যালারিতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।


বাংলা ইনসাইডার/বিকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭