ইনসাইড বাংলাদেশ

অবৈধ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন অবৈধ চালকদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কে এই নির্দেশনা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়। অবিলম্বে অবৈধ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়। এছাড়া বিমানবন্দরে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়।

গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবীতে গত দুই দিন ধরেই রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭