ওয়ার্ল্ড ইনসাইড

মিয়ানমারে পান্না খনি থেকে ২৩ মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2018


Thumbnail

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের একটি পান্না খনি এলাকায় ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

খনি শ্রমিকদের অধিকাংশই কাচিন রাজ্যের সংখ্যালঘু রাওয়াং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য। স্থানীয় এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

মিয়ানমারের প্রধান পান্না খনিটির অবস্থান দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায়। চীন সীমান্তের নিকটবর্তী এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭