ইনসাইড বাংলাদেশ

সম্মেলনের আড়াই মাস পর ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2018


Thumbnail

সম্মেলনের প্রায় আড়াই মাস পর ঘোষণা করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কমিটি। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম রাব্বানী।

গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার রাতে এই কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাদ্দাম হোসাইনকে।

ঢাকা মহানগর-উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান হৃদয়।

ঢাকা মহানগর-দক্ষিণের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে, সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জোবায়ের আহমেদ।

এই বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে কমিটি ঘোষণার রেওয়াজ থাকলেও ছাত্রলীগের কমিটি নিয়ে বিভিন্ন সমালোচনা ও অভিযোগের কারণে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই পদপ্রত্যাশীদের যাচাই-বাছাই করার জন্য সময় নেন তিনি। এক পর্যায়ে ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ডেকে তাদের সঙ্গে কথাও বলেন তিনি। যাচাই-বাছাই শেষে এবার ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলো।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭