ইনসাইড গ্রাউন্ড

স্যামুয়েলসকে ফেরালেন রুবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2018


Thumbnail

দিশেহারা ও তাড়াহুড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। কিন্তু বৃষ্টি আইনে উইন্ডিজের টার্গেট দাড়ায় ১১ ওভারে ৯১ রান।   

দুই উইকেট হারিয়ে স্যামুয়েলস এবং রাসেলের ব্যাটে ঘুরে দাড়ায় উইন্ডিজ। তাঁরা দুইজন ক্যারিবীয়দের দেখাতে থাকেন জয়ের আশা। তবে রুবেল বোলিংয়ে এসে স্যামুয়েলসকে আউট করে এই জুটি ভেঙে দেন। রুবেলকে লং অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন স্যামুয়েলস।  

এর আগে ৯১ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ১০ রান তোলে উইন্ডিজ। এরপরের ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। প্রথমে লুইস এবং ফ্লেচারকে বিদায় করে দেন এই বাহাতি পেসার। একই সঙ্গে নেন মেডেন ওভার।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭