ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থী ও শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা অচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2018


Thumbnail

বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন করছে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে বাস ভাংচুরের প্রতিবাবাদে পরিবহণ শ্রমিকরাও রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করছে। শিক্ষার্থী ও শ্রমিকদের পাল্টাপাল্টি বিক্ষোভ এবং অবরোধের ফলে ঢাকার অনেক রাস্থাই এসময় যান চলাচল পুরোপুরি অচল হয়ে যায়।  

আজ বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

সকাল সাড়ে ৯টা থেকে উত্তরার হাউজ বিল্ডিং, জসীমউদ্দীন রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করে, উত্তরা ইউনিভার্সিটি, মাইলস্টোন কলেজ, স্কলাস্টিকা, বিজিএমইএ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধের কারণে এসময় বিমানবন্দর রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সকাল ১০টা থেকে ফার্মগেট ওভারব্রিজের নিচে অবস্থান নিয়েছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এর কারণে গতকালের মতো আজও ফার্মগেটের দুইপাশের সড়কে যানচলাচল বন্ধ গিয়েছে। 

বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং শেখ বোরহান উদ্দীন কলেজের ছাত্র-ছাত্রীরা পলাশীতে জড়ো হয়েছে। এরপর শিক্ষার্থীরা  আজিমপুর সড়কে অবস্থান করবে বলে জানা যায়। 

অপরদিকে গত ৩ দিনে প্রায় অর্ধশতাধিক বাস ভাঙচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, চিটাগং রোড, মাতুয়াইলে সড়কে অবরোধ করেছে। ঢাকার বাইরে থেকে আসা কোনো দূরপাল্লার বাস ঢাকায় ঢুকতে দিচ্ছেন না তারা। পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে যানচলাচল চলাচল বন্ধ হয়ে গিয়েছে, মেয়র হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সড়কে।

গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হয়েছেন আরও অন্তত ১০/১৫ জন শিক্ষার্থী। নিহত দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭