ইনসাইড বাংলাদেশ

পাস হতে যাচ্ছে ‘সড়ক পরিবহন আইন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2018


Thumbnail

সংসদের চলতি অধিবেশনেই পাস হবে ‘সড়ক পরিবহন আইন’। এই লক্ষ্যে আগামী সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য ‘সড়ক পরিবহন আইন’ উপস্থাপন করা হবে। আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আইনের খসড়া গত বছর ২৭ মার্চ মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। পরে সেটি ভেটিংয়ের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।

গাড়ি চালানোর সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড, সড়কের ফুটপাতের উপর দিয়ে কোনো ধরনের মোটরযান চালাচল করলে তিন মাসের কারাদণ্ড বা ৩৫ হাজার টাকা জরিমানা ও ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হওয়ার বিধান রেখে এই আইন পাস হতে যাচ্ছে।

গত রোববার দুই বাসের রেষারেষিতে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহণের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে পরিবহণ শ্রমিকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলকে হত্যা করে। এসব ঘটনায় মানুষের মনে নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দানা বাধছে। এর মধ্যেই ঘোষণা এলো সড়ক পরিবহন আইন পাসের।


বাংলা ইনসাইডার/এসএইচটি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭