কালার ইনসাইড

আমিরের ‘সারফারোশ’এ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2018


Thumbnail

‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘সারফারোশ’। অনেক দিন ধরেই জনপ্রিয় এই ছবিটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। ‘সারফারোশ ২’ শিরোনামে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আমির খানকেই দেখা যেতে পারে বলে খবর প্রকাশ হয়। কিন্তু সাম্প্রতিক গুঞ্জন আমির ভক্তদের কিছুটা হলেও নিরাশ করবে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানায়, ‘সারফারোশ’ ছবিতে আমিরের জায়গায় জন আব্রাহামকে নির্বাচন করছেন পরিচালকেরা। কারণ আমির খান চলচ্চিত্র ও সামাজিক কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। তাই আমিরের জায়গায় জন আব্রাহামের কথাই ভাবছেন ছবির কর্তাব্যক্তিরা। ইতিমধ্যে নাকি জনের সঙ্গে একদফা আলোচনাও সেরেছেন ছবির পরিচালক জন ম্যাথ্যু মাথান।

জনের আগে আমিরের সঙ্গে কয়েক দফা কথা বলেছিলেন ছবির কর্তাব্যক্তিরা। কিন্তু আমির নাকি তাঁর আসন্ন ‘মহাভারত’ প্রজেক্ট নিয়ে ভাবছেন। এছাড়া বেশকিছু সামাজিক কাজেও তিনি অংশ নেবেন বলে জানা যায়।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সারফারোশ’ ছবিতে আমির খানকে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যায়। সেখানে তাঁকে ভারত-পাকিস্তান সীমান্তে অবৈধ অস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে লড়তে দেখা যায়। ছবিতে আমির ছাড়াও মূল ভূমিকায় সোনালী বেন্দ্রে, নাসিরুদ্দিন শাহ ও নওয়াজুদ্দিন সিদ্দিকিকে অভিনয় করতে দেখা গেছে।

এদিকে ‘সারফারোশ ২’ ছবিতে ভারতের কমিউনিস্ট আন্দোলনের নানান চিত্রও তুলে ধরা হবে। ছবিতে জনের বিপরীতে সোনালী বেন্দ্রের পরিবর্তে কাকে দেখা যাবে, এ বিষয়ে এখনই মুখ খোলতে রাজী নন পরিচালক।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

বাংলা ইনসাইডার/ এইচপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭