ইনসাইড বাংলাদেশ

বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2018


Thumbnail

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চার দিন ধরে বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামীকাল দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থকবে।’ 

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা চার দিন ধরে ঢাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অবরোধ, বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় নিরাপত্তার কারণে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০/১৫ জন শিক্ষার্থী।

বাংলাইনসাইডার/আরকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭