ইনসাইড বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আব্দুল কুদ্দুসের ৬ মাসের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

 

 

মানবতাবিরোধী অপরাধে ২০ বছরের দণ্ডপ্রাপ্ত, ক্যান্সারে আক্রান্ত আব্দুল কুদ্দুসকে ৬ মাসের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। আসামি নোয়াখালীর সুধারাম এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। 

আসামির আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বোচ্চ আদালত থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটাই প্রথম জামিন।

উউল্লখ্য, গত ১৩ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমির আলী, মো. জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭