ইনসাইড বাংলাদেশ

নৌমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

শাজাহান খান বর্তমান আওয়ামী লীগ সরকারের নৌমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে তিনি আবার সড়ক পরিবহণ ফেডারশনের সভাপতির দায়িত্বে আছেন। 

নৌমন্ত্রী শাজাহান খান কোন ক্ষমতাবলে একই সাথে নৌপরিবহন মন্ত্রী এবং সড়ক পরিবহণ ফেডারশনের সভাপতি পদে থাকেন তা জানতে চেয়ে এক আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।

আজ বৃহস্পতিবার এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যায়।  

গত ২৯ তারিখ দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০/১৫ জন শিক্ষার্থী। বাস দুর্ঘটনার পর নৌমন্ত্রীকে এবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি হেসে হেসে পাশের দেশ ভারতের একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেন। নৌমন্ত্রী শাজাহান খানের ঐ সময়ে হাসির কারণে তিনি অনেক বিতর্কিত হয়ে ওঠেন। পরে অবশ্য নৌমন্ত্রী তাঁর আচরণের জন্য ক্ষমা চান।

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ চতুর্থ দিনের মত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগও দাবি করছেন।   

বাংলাইনসাইডার/আরকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭