ইনসাইড বাংলাদেশ

নিহতদের পরিবারের তিন দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের তিনটি দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা করতে গেলে তিনি এই তিন দাবি মেনে নেন।  

দাবিগুলো হলো, রমিজউদ্দিন কলেজকে পাঁচটি বাস প্রদান করা হবে, রমিজউদ্দিন কলেজের কাছে আন্ডারপাস নির্মান ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতিরোধক নির্মান করা হবে।

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা করে পারিবারিক সঞ্চয়পত্রের অনুদান প্রদান করেন। প্রধামমন্ত্রী শোকাহত দুই পরিবারকে সান্ত্বনাও প্রদান করেন।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম সজিব।

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিসহ ৯ দফা দাবিতে আজ পঞ্চম দিনের মত রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বাংলাইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭