ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের এই আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীরা রাজপথে থাকার ফলে রোগী, হজযাত্রী ও বিদেশগামীদের অসুবিধে হচ্ছে তাই শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, ‘শিশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাঁরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কী করতে হবে।’

মনিরুল ইসলাম বলেন, ‘নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি। তাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে দাবি বাস্তবায়নের কাজ শুরুও হয়ে গেছে।’ এছাড়া দাবি বাস্তবায়নের বিষয়ে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের কর্মকর্তাদের বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

কারও উসকানিতে কান না দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদেরও আহবান জানান তিনি। সড়ক ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন,’সড়ক ব্যবস্থাপনায় যেসব অনিয়ম ছিল, সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করছি। সড়কে শৃঙ্খলা পুণরায় ফিরিয়ে আনা হবে।’

পুলিশের কাছে লাইসেন্স না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশের সব ড্রাইভারেরই লাইসেন্স রয়েছে। এমটি বিভাগের কাছে লাইসেন্স জমা থাকার কারণে বা সঙ্গে না নিয়ে যাওয়ার কারণে হয়তো তাৎক্ষণিকভাবে লাইসেন্স দেখাতে পারেননি তাঁরা ‘

নিহত শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনায় দায়ী গাড়িটিকে জব্দ করা হয়েছে। গাড়ির চালককে নেওয়া হয়েছে ৭ দিনের রিমান্ডে। গুরুত্ব দিয়ে মামলাটি অনুসন্ধানের জন্য ডিবি’র কার্যালয়েও পাঠানো হয়েছে।‘এ দুর্ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭