ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পদত্যাগের ব্যাপারে শিক্ষার্থীদের কোনো দাবি নেই, বিএনপির দাবির মুখে পদত্যাগের প্রশ্নই আসে না। তবে প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপির কথায় আমি পদত্যাগ করবো না। জনগণ আমার পদত্যাগ চায়নি, ছাত্ররাও আমার পদত্যাগ চায়নি।’

প্রধানমন্ত্রী নির্দেশ দিলে পদত্যাগ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো।’

উল্লেখ্য,  গত রোববার (২৯ জুলাই) দুপুরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এবিষয়টি সাংবাদিকরা সচিবালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নৌমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করেন। ওই সময় তিনি হেসে হেসে এ বিষয়ে দায়ীদের শাস্তির কথা জানানোর পাশাপাশি এ দুর্ঘটনার সঙ্গে ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার তুলনা করেন। তাঁর এই বক্তব্যে  তীব্র সমালোচনা দেখা যায়। পরে মন্ত্রী এ বিষয়ে ক্ষমা চান। নৌমন্ত্রী নিহত মিমের বাড়িতে গিয়েও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭