ইনসাইড বাংলাদেশ

চালকের লাইসেন্স নেই, পানিসম্পদ মন্ত্রীর গাড়ি আটকাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

চালকের লাইসেন্স না থাকায় পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি আটকে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গাড়ি পরিবর্তন করে তিনি সেখান থেকে চলে যান।

জানা গেছে, গাড়ির লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করার সময় শিক্ষার্থীরা পানিসম্পদ মন্ত্রীর গাড়ি থামায়। চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে চালক দেখাতে ব্যর্থ হয়। পরে পানিসম্পদ মন্ত্রী লাইসেন্সবিহীন গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে করে চলে যান

পানিসম্পদ মন্ত্রী গণমাধ্যমকে বলেন, গাড়িটি তাঁর নিজের নয়। সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য গাড়িটি দেওয়া হয়েছিল তাঁকে। চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা গাড়িতে চড়ার আগে মন্ত্রী সংশ্লিষ্টদের জিজ্ঞেস ও করেছিলেন। তারা ইতিবাচক সাড়া দিলেই তিনি এই গাড়িতে বের হন। তবে এখন চালক লাইসেন্স দেখাতে না পারায় দু:খ প্রকাশ করেন তিনি।

এদিকে চারদিন ব্যাপী আন্দোলনের চতুর্থ দিনেও শিক্ষার্থীরা সকাল থেকেই সড়কপথে আন্দোলন করছে। গাড়ি থামিয়ে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে তারা।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭