ইনসাইড বাংলাদেশ

আন্দোলনের সম্মানে হেঁটে গেলেন বঙ্গবন্ধু দৌহিত্র (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2018


Thumbnail

রাজধানীসহ সারাদেশে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলন চলছে। আর এ আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে রিকশা থেকে নেমে হেঁটে গেলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ববিকে রিকশায় চড়তে দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরা ববি একটি রিকশায় চড়ে যাচ্ছেন। এরপর রিকশা থেকে নেমে হেঁটে চলে যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘ছাত্রদের নিরাপদ সড়কের জন্য আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে নিজের গাড়ির এবং ড্রাইভারের লাইসেন্স থাকা সত্ত্বেও রিকশায় চড়ে নিজের গন্তব্যে গেলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। অবশ্য এই ঘটনা তাঁর জন্য নতুন কিছু নয়। তিনি প্রায়ই এভাবে রিকশায় চড়ে চলাফেরা করে থাকেন।’

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজও সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭