ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনা দলের দায়িত্ব পেলেন দুই কোচ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

বিশ্বকাপে ভরাডুবির পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ হোর্হে সাম্পাওলিকে বহিষ্কার করে। এরপর প্রায় ৩ সপ্তাহ কোচ শূন্য কাটিয়েছে আর্জেন্টিনা। তবে আপাতত কোচের শূন্যতা কাটছে আর্জেন্টিনার।

আর্জেন্টিনা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাচ্ছেন পাবলো আইমার ও লিওনেল কালোনি। তাঁরা আপাতত আর্জেন্টিনার জন্য স্থায়ী কোচ খুঁজে পাওয়া পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।

কালোনি বিশ্বকাপে সাম্পাওলির সহকারী কোচ ছিলেন। প্রধান কোচ সাম্পাওলির ওপর আর্জেন্টিনা বোর্ড আস্থা হারালেও সহকারী কোচের উপর পূর্ণ আস্থা রয়েছে বোর্ডের। অন্যদিকে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আইমারের গতবছর অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।

দুইজনকে দলের দায়িত্ব দেওয়া হলেও যেকোনো একজনকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়ার ইচ্ছা আছে এএফএ’র। এমন তথ্য অবশ্য নিজেই জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া। তিনি বলেন, ‘ আপাতত তাঁরা দুইজনই দলের দায়িত্ব নিবে। এরপর আমরা দেখবো কাকে স্থায়ীভাবে দলের দায়িত্ব দেওয়া যায়’।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো লস এঞ্জেলসে গুয়েতেমালার বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭