ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান ইলিয়াস কাঞ্চনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবি, সরকারকে আগামী রোববার থেকে মেনে নেওয়ার শর্তে, শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন।    

নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপের দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ আহ্বান জানান তিনি।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি চলে। সকাল ১০টার পর থেকেই বিভিন্ন সংগঠন ও ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করার জন্য জড়ো হতে শুরু করেন। 

সমাবেশের বক্তব্যে নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শিক্ষার্থীদের যে দাবি আপনারা মেনে নিয়েছেন, রোববার থেকেই যেন আমরা দেখতে পাই সেই কাজগুলোতে আপনারা হাত দিয়েছেন।’

এসময় তিনি আরও বলেন, ‘২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু সারাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা সড়ক নিরাপদ করার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠে রয়েছি এবং মাঠে থাকবো, যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়।’

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসাচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে আন্দোলন করে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কার্যত অচল হয়ে পরে রাজধানী।


বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭