ইনসাইড গ্রাউন্ড

‘দেশে থাকলে আমি তোমাদের অটোগ্রাফ নিতাম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসাচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে আন্দোলন করে। এই যৌক্তিক দাবীর সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছে। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকার পরও বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ভুলেননি। বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান শিক্ষার্থীদের এই আন্দোলনে রীতিমত মুগ্ধ। শিক্ষার্থীরা দুর্ঘটনার বিরুদ্ধে আন্দোলন করে ইতিহাস গড়েছে এমনটাই দাবী করছেন তিনি। তিনি ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবী পূরণ না হলে তিনি শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে কথা দিয়েছেন। 

সাকিব তাঁর অফিসিয়াল ফেইসবুক পেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখেছেন ‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুন ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।

তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিল সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।

তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব‍্যত‍্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে’।


বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭