ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থীদেরকে উসকানির ফাঁদে না পড়ার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

কোমলমতি শিক্ষার্থীদের কোনো উসকানির ফাঁদে পা না পড়তে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আহ্বান জানান। 

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা সরকার হটানোর নিরাপদ পথ খুঁজছে। সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তা কার্যকরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেন। 

শোকের মাস আগস্টে দলীয় কার্যক্রম যথাযথ মর্যাদার সঙ্গে পালনে বিভিন্ন দিক-নির্দেশনা দিতেই দলের মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজন করা হয় আজকের যৌথ সভা।  


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭