ইনসাইড বাংলাদেশ

মীমের পরিবারের পাশে থাকার আশ্বাস এরশাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

রাজধানীতে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের বাসায় গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় মীমের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

আজ শুক্রবার রাজধানীর মহাখালী দক্ষিণপাড়ায় অবস্থিত নিহত মীমের বাসায় গিয়ে এসব কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, রাজধানীসহ সারাদেশে বেপরোয়া ভাবে গাড়ি চলানো হয়। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় হত্যার বিচার একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত। জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে মৃত্যুদণ্ডের বিধান রেখে আমরা আইন করেছিলাম।

ছাত্রদের রাজপথে আন্দোলন প্রসঙ্গে এরশাদ আরও বলেন, ছাত্রদের এই দাবি রাজনৈতিক নয়, এটা বাঁচার দাবি। ছাত্রদের চলমান আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এসময় শিশুদের ওপর পুলিশি নির্যাতনের সমালোচনা করে এরশাদ বলেন, নিন্দনীয় এ হামলা মেনে নেয়া যায় না।

গত ২৯ জুলাই বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম সজিব নিহত হয়। তাদের মৃত্যুর ঘটনায় আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলন ঢাকার পর সারা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭