ইনসাইড ইকোনমি

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি ‘অ্যাপল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি হলো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন এই প্রতিষ্ঠানটির আর্থিক মূল্য দাঁড়িয়েছে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কে অ্যাপলের প্রতিটি শেয়ারের মূল্য ২০৭ ডলারের ওপরে উঠলে এর বাজার মূলধন এই মাইলফলক স্পর্শ করে। এর ফলে মূল প্রতিদ্বন্দ্বী অ্যামাজন এবং মাইক্রোসফটকে পেছনে ফেলে শীর্ষে উঠলো অ্যাপল।

১৯৭৬ সালে যাত্রা শুরু করা অ্যাপল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ১৯৮০ সালে। ব্যক্তিগত কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী বিখ্যাত এই কোম্পানিটি চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত।

আইফোনের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠা অ্যাপল নিজেদের তৈরি ম্যাকিন্টশ কম্পিউটার দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করতে শুরু করে। তাদের অন্য প্রযুক্তি পন্যগুলোর মধ্যে রয়েছে আইম্যাক, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, আইপ্যাড, আইপড ইত্যাদি।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭