ইনসাইড বাংলাদেশ

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2018


Thumbnail

ঢাকার ধামরাই উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কচমচ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর উদ্দেশ্যে রওনা হয়। বাসটি মহাসড়কের কচমচ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সূর্যমুখী পরিবহনের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আহতদের ১২ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে শ্রমিকবাহী বাসটিতে শ্রমিক না থাকায় ওই বাসটিতে তেমন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস দুটি দুমড়ে-মুচড়ে মহাসড়কে পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।

বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭