ওয়ার্ল্ড ইনসাইড

পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানায় বিবিসি।

প্রায় ছয় মাস ধরে তদন্তের পর ১৪৯ পৃষ্ঠার এই বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের পরমাণু ও মিসাইল কর্মসূচি বন্ধ করেনি। এছাড়া ২০১৮ সালে সমুদ্র পথে কয়লা বিনিময় করে বিপুল পরিমাণ জ্বালানি অবৈধভাবে আমদানি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়া সিরিয়াকে সামরিকভাবে সহযোগিতা করেছে। এছাড়া ইয়েমেনের হুতিদের কাছেও অস্ত্র বিক্রি চেষ্টা চালাচ্ছে তাঁরা। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার কেউ এখন পর্যন্ত মুখ খোলেনি।

এর আগে, বহুল আলোচিত ট্রাম্প-কিম বৈঠকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিষয়ে চুক্তি সই হয়েছিল দুই দেশের নেতাদের। তবে উত্তর কোরিয়াকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নি, বরং পারমাণবিক পরীক্ষায় আরো আগ্রহী হয়ে উঠতে দেখা যাচ্ছে দেশটিকে।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭