ইনসাইড পলিটিক্স

শিক্ষার্থীদের উস্কে দিতে বিএনপি নেতা আমীর খসরুর নির্দেশ (অডিওসহ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

চলমান শিক্ষার্থীদের আন্দোলন উস্কে দিতে নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এজন্য কুমিল্লার এক ছাত্রদলকর্মীর সঙ্গে কথা বলেছেন তিনি। কথার অডিও ফাঁস হয়েছে।

অডিও ক্লিপটির শুরুতেই ফোনের রিং বাজতে শোনা যায়। এরপর আমীর খসরু ফোন রিসিভ করে হ্যালো বলেন। অপর প্রান্ত থেকে শোনা যায় এক যুবকের কণ্ঠস্বর। তিনি বলেন, জ্বি, আসসালামু আলাইকুম, আঙ্কেল।

আমীর খসরু: হ্যাঁ, হ্যাঁ।

যুবক: আঙ্কেল নওমি বলছিলাম।

আমীর খসরু: ভালো আছো?

যুবক: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন।

আমীর খসরু: ভালো আছি। তোমরা কি এগুলোতে কিছুটা ইনভলবড হচ্ছো?

যুবক: হ্যাঁ, আঙ্কেল আমি তো কুমিল্লা আসলাম।

আমীর খসরু:কুমিল্লা না, ঢাকায় নামাইয়া দেও না, তোমাদের লোকজন সব নামাইয়া দেও না। মানুষজন নামাইয়া দেও ভালো করে। তোমাদের তো চিনে না। তোমাদের বন্ধু-বান্ধব নিয়ে সব নেমে পড়ো না ঢাকায়।

যুবক:আমরা সবার সঙ্গে কন্ট্রাক্ট করতাছি।

আমীর খসরু:কন্ট্রাক্ট করো, কখন আর কন্ট্রাক্ট করবা? এখনই তো টাইম। এখন নামতে না পারলে তো এটা ডাই ডাউন করে যাবে। তোমাদের তো এত পরিচিত মুখ না। তোমরা নেমে যাও না, ওদের সঙ্গে।

যুবক: এখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটু নেমেছিল। এমপি সাহেব গাড়ি নিয়ে সবাইকে উঠিয়ে দিয়েছে।

আমীর খসরু:হাইওয়ে-ঠাইওয়েতে না, ঢাকায় নামাইয়া দেও। ঢাকা হইলে অন্য জায়গাতে এমনিতেই হয়ে যাবে। আমার তো কুমিল্লাতে দরকার নেই। তোমরা ঢাকায় এসে ২-৪শ’ বন্ধু-বান্ধব নিয়ে জয়েন করো।

যুবক: এমনিতে সবাই সংহতি জানাচ্ছে।

আমীর খসরু:সংহতি-টংহতি দিয়ে কী হবে? তোমাদের মতো যারা আছে, তাদের নিয়ে নেমে যাও না। ফেসবুকে পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।

যুবক:এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি কাল-পরশু আসতেছি।

আমীর খসরু:এসে এগুলো করো। কুমিল্লা বসে থেকে লাভ কী?

ফাঁস হওয়া অডিও নিচে দেওয়া হলো:



বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭