ইনসাইড বাংলাদেশ

সারাদেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আগামীকাল থেকে ৭ দিন সারাদেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হলো। স্কাউট-গার্লস গাইডদের নিয়ে পুলিশ সদস্যরা যানবাহনের বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই করবেন।’

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

ওই সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের নয় দফা দাবি সঙ্গে সরকারের বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করেছে। এগুলো বাস্তবায়নে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কের অব্যবস্থা দীর্ঘ দিনের। এই অব্যবস্থা থেকে বেরিয়ে আসতে ‘গণপরিবহন ও ট্রাফিক’ নামে একটি আইন আগামী সোমবার মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে। সেখানে আইনটি পাস করানো হবে। এটি নিয়ন্ত্রণে উপদেষ্টা পরিষদ কাজ করবে। আর এই আইনের মধ্য দিয়ে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। তিনি নিহত দুই শিক্ষার্থীর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তাদের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন। রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দিয়েছেন। এছাড়াও আন্ডারপাস নির্মাণে ইতিমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ডিএমপি কমিশনার জনান, গত ২৯ তারিখের ঘটনায় বাস ড্রাইভার ও হেলপার মিলে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাবালে নূরের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


বাংলা ইনসাইডার/বিপি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭