ওয়ার্ল্ড ইনসাইড

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

ছয় দিন ব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের এ চিত্র ইতিমধ্যেই দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্ব মিডিয়াগুলোতে প্রতিনিয়তই আলোচিত হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের এ আন্দোলনকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাও।  

শুধু প্রবাসী বাংলাদেশিরাই নন, যুক্তরাষ্ট্রের অধিবাসীরাও এ আন্দোলনকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার তৈরি করে শিক্ষার্থীদের এ আন্দোলনে তাদের সমর্থন জানাচ্ছেন তাঁরা। রং বেরং-এ আকাঁ পোস্টার সহ তাদের ছবিগুলো পোস্ট করছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতি তাদের বার্তা জানিয়ে দিচ্ছেন। একদিকে যেমন স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের, অপরদিকে তেমনি ধিক্কার জানিয়েছেন ঘাতক চালকদেরও।

নিরাপদ সড়কসহ নয় দফা দাবি বাস্তবায়নে গত ২৯ জুলাই থেকে রাজপথে নেমেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭