ইনসাইড বাংলাদেশ

একাত্তর টেলিভিশনের প্রতিবেদকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

একাত্তর টেলিভিশনের প্রতিবেদক সৌমিত্র মজুমদার ও ক্যামেরাপার্সন কাউসার আহমেদের উপর হামলা করেছে ছাত্র নামধারী একদল দুর্বৃত্ত। শুধু তাই নয়, তাদের কাছ থেকে ক্যামেরা কেড়ে তা ভেঙ্গে ফেলা হয়েছে। আজ শনিবার বিকেলে ধানমণ্ডি ৩/ এ তে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে ধানমন্ডির ৩/এ এ অবস্থিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ১৭ নেতাকর্মী আহত হয়েছে।

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনের আজ ষষ্ঠ দিন আজ। আগের দিনগুলোর মতো আজও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে এক স্বার্থান্বেষী মতলববাজ মহল। সাধারণ ছাত্রদের পুঁজি করে তারা এ আন্দোলনকে সহিংস রূপ দেয়ার চেষ্টা করছে। তারই ফলাফল হচ্ছে গণমাধ্যম কর্মীদের উপর হামলা।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭