ইনসাইড বাংলাদেশ

দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নিরাপদ সড়কের দাবি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পাশাপাশি তাদেরকে গাড়ির দরজায় বসে গাড়ি পাড় করতে দেখা গেছে। একটু অসাবধানতায় হতে পারে আর একটি মৃত্যুর কারণ।

আজ শনিবার ৯ দফার দাবিতে  শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন অবস্থানের ফলে সাধারণ মানুষরা পড়েছেন চরম পরিবহণ সংকটে। সায়েন্সল্যাব-নীলক্ষেত সড়কে আজ শুধুমাত্র ‘ইমারজেন্সি’ লেনেই জরুরি কাজে গাড়ি চলাচলের অনুমতি দেয় শিক্ষার্থীরা। এক্ষেত্রে তাদের নিজেদেরকেই ঐসব গাড়ির দরজায় বসে অর্ধেক শরীর বাইরে দিয়ে সিনেমা স্টাইলে গাড়ি পাড় করতে দেখা যায়।



শুধু তাই নয়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অপেশাদারভাবে পরিবহণ নিয়ন্ত্রণ করতে দেখা গেছে, যা বিপদজ্জনকও বটে। একটু অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে আবার দুর্ঘটনা, ঝরে যেতে পারে আরেকটি তাজা প্রাণ।

এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। এমনকি বিভিন্ন সিগনালে যারা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, তারাও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

বাংলা ইনসাইডার/ বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭