ইনসাইড বাংলাদেশ

শিক্ষার্থীরা ফখরুলকে যা বলেছে…

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2018


Thumbnail

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা অমানবিক আক্রমণ চালিয়ে তাদের আহত করেছে। আমরা এ ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আজ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওই সংবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সম্পূর্ণ বিনা উসকানিতে আওয়ামী লীগের ধানমন্ডি অফিস থেকে একটি মিছিল নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্বপরিকল্পতিভাবে এসব সন্ত্রাসীরা হেলমেট পড়ে আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠি নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে। এ হামলায় অনেক ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঢাকার বাইরেও শিক্ষার্থীদেরও ওপরও বর্বরোচিত হামলা করেছে। আমরা গতকাল থেকে শুনেছি ঢাকার মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের জোড় করা হবে।’

ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলন নসাৎ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করতে এই আন্দোলনের সঙ্গে বিএনপিকে জড়িয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে বিএনপি সমর্থন করে। সরকার দলীয় সন্ত্রাসীরা এই আন্দোলনে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। একইভাবে তারা কোটা সংস্কার আন্দোলনেও হামলা করেছে। এই সরকার ভিন্নমত সহ্য করে না।’

বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭