ইনসাইড বাংলাদেশ

সংবাদ সম্মেলন করে উস্কানি দিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলায় অন্তত ১০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ৭ ছাত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে তাদের নির্যাতন চালানো হয়েছে। পরে অ্যাম্বুলেন্সে করে আহত ছাত্র-ছাত্রীদের সরিয়ে ফেলা হয়।

অসমর্থিত সূত্রের পাওয়া খবরের বরাত দিয়ে আজ সকালে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব হয়ে অসমর্থিত সূত্রের পাওয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি অসমির্থত বলে তথ্য দিয়ে কৌশলে আবার উস্কানি দিচ্ছেন বলেই মনের করেন সংশ্লিষ্টরা।

গতকাল ফাঁস হওয়া এক অডিওতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আন্দোলনে ছাত্রদলের কর্মীদের নামানোর কথা বলতে শোনা যায়। এরই মধ্যে আমীর খসরুর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর সঙ্গে কথা বলে আন্দোলনে ষড়যন্ত্র করা শিক্ষার্থীও আটক হয়েছে। একই ভাবে আজ উস্কানি দেওয়া বিএনপির মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


বাংল ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭