ইনসাইড বাংলাদেশ

স্কুল শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2018


Thumbnail

স্কুল শিক্ষক ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বিকেলেই তিনি বৈঠকে বসছেন।

জানা গেছে, আজ রোববার বেলা ৩ টায় মাতৃভাষা ইনস্টিটিউটে কলেজ অধ্যক্ষ এবং বিকাল ৫ টায় স্কুল শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

আন্দোলনের শুরু থেকেই চুপ ছিলেন শিক্ষামন্ত্রী। ছাত্রদের টানা আন্দোলনের মুখে গতকাল শনিবার প্রথম তিনি মুখ খোলেন।

আন্দোলন থেকে সরে এসে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭