ইনসাইড বাংলাদেশ

৬ কোম্পানির অধীনে চলবে পরিবহণ ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2018


Thumbnail

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে ৬টি কোম্পানির আওতায় আনতে প্রয়াত মেয়র আনিসুল হক যে পরিকল্পনা নিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

আজ রোববার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাঈদ খোকন।

মেয়র সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামীকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

মেয়র আরও বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু এখন একটি মহল ষড়যন্ত্র এটা নিয়ে চালাচ্ছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

নগর ভবনের সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭