ওয়ার্ল্ড ইনসাইড

কিম জং উনকে ট্রাম্পের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2018


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। গত শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম পার্স টুডে।

ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাম্পের এ চিঠি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে কুশল বিনিময় হয় তাঁর।

এদিকে সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো জানান, ট্রাম্প-কিম বৈঠকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে পিয়ং ইয়ং বদ্ধ পরিকর।

এছাড়া, মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক কর্মকর্তা হিদার নুয়ার্ট বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ সাক্ষাতে গঠনমূলক আলোচনায় দুই দেশ সম্মতি প্রকাশ করেন।

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭