ইনসাইড বাংলাদেশ

যাতায়াতে ভরসা এখন ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2018


Thumbnail

শিক্ষার্থীদের বিক্ষোভ ও সারাদেশে বাস মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের কারণে যাত্রীদের চাপ পড়েছে ট্রেনে। গত কয়েক দিন ধরে ঢাকার ভিতরে ও ঢাকার সাথে অন্যান্য জেলার বাস চলাচলে বন্ধ থাকার কারণে এখন যাতায়াতে মানুষের ভরসা ট্রেন। 

আজ রোববার কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশনে প্রতিটি ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। ট্রেনে এমন ভিড় সাধারণত দুই ঈদ ও বিশ্ব ইজতেমার সময় দেখা যায়।

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, ‘গত বুধবার থেকে প্রতিটি ট্রেনেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।’

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস শ্রমিকরা অঘোষিত ধর্মঘট ডেকেছে। রাস্তায় বাস পাওয়া যাচ্ছে যাচ্ছে না। তাই বাধ্য হয়েই তাদের ট্রেনে ঝুলে, ছাদে চড়ে গন্তব্যে রওনা দিতে হচ্ছে। এখন ট্রেনই তাদের একমাত্র ভরসা।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭