ইনসাইড বাংলাদেশ

সারাদেশে থ্রিজি-ফোরজি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2018


Thumbnail

রাজধানীসহ সারাদেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা আবার চালু হয়েছে। আজ রোববার রাতে পুনরায় এ সেবা চালু হয়েছে বলে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর আগে কারিগরি ত্রুটির কারণে সারাদেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছিল বলে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণেই সারাদেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা হচ্ছে এবং কর্তৃপক্ষ এ সমস্যার দ্রুত সমাধানে কাজ করছে।

সপ্তাহব্যাপী ছাত্র আন্দোলনে গতকাল শনিবার ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়িয়ে রাজধানীর জিগাতলায় সংঘর্ষ বাধে। গতকাল সন্ধ্যার পর থেকে মোবাইল ইন্টারনেটে বিভ্রাট দেখা যায়। এরপর থেকে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে ব্রডব্যান্ড কানেকশন সচল আছে।

বাংলা ইনসাইডার/বিপি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭